হোম > খেলা > ক্রিকেট

১৩ দিনে চারবার করোনা পরীক্ষা শ্রীলঙ্কা দলের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। আজ সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লঙ্কানরা। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ঢাকায় পা রেখেছে কুশল পেরেরার দল।

ঢাকায় পৌঁছেই টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে চলে গেছে শ্রীলঙ্কা দল। কোয়ারেন্টিন শেষ করেই অনুশীলন করবে লঙ্কানরা। এই কোয়ারেন্টিনের সময় দুবার করোনা পরীক্ষা করা হবে তাদের। ফলাফল নেগেটিভ হলে মিলবে অনুশীলনের সুযোগ। ওয়ানডে সিরিজ শুরুর আগে আবারও হবে তাদের করোনা পরীক্ষা। ১৩ দিনের বাংলাদেশ সফরে মোট চারবার করোনা পরীক্ষা হবে শ্রীলঙ্কা দলের।

বিমানবন্দরে শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিন নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা সফরের সময় একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরাও একটা নিয়ম তৈরি করেছি। মোট চারবার করোনা পরীক্ষা করা হবে। সিরিজের আগে তিনবার আর সিরিজ শেষে দেশে ফেরার সময় শেষ পরীক্ষা করা হবে। ২২ মে করোনা পরীক্ষা করে ২৩ মে থেকে সিরিজ শুরু হবে।’

শ্রীলঙ্কা দল ঢাকা ছাড়বে ২৯ মে।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ