হোম > খেলা > ক্রিকেট

ভারত সিরিজ দিয়েই ফিরছেন হেটমায়ার 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিমরন হেটমায়ার পরিচিত মুখ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলেও পাচ্ছিলেন না সুযোগ। অবশেষে প্রায় এক বছর পর উইন্ডিজ দলে ফিরছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।

ত্রিনিদাদে গতকাল শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সীমিত ওভারের ক্রিকেট খেলবে এ দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ডব্লিউ আইসিবি)। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন হেটমায়ার ও ওশান থমাস। হেটমায়ার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোজে। আন্তর্জাতিক ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ খেলেছেন জ্যামাইকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। আর থমাস সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০-এর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে।

ভারত সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন জেইডেন সিলস, ইয়ানিক কারিয়া ও গুড়াকেশ মোতি। সিলস, কারিয়া ফিরেছেন সার্জারির পর পুনর্বাসন শেষে। আর পিঠের চোট কাটিয়ে মোতি ফিরেছেন। ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। পুরান, হোল্ডার দুজনেই এ মাসে শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন। বাজে পারফরম্যান্সের কারণে ২০২৩ বিশ্বকাপের টিকিট পায়নি ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২৭ জুলাই বার্বাডোজে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৯ জুলাই ও ১ আগস্ট হবে বাকি দুই ওয়ানডে।

ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল: শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, অ্যালিক আথানেজ, ইয়ানিক কারিয়াহ, কিসি কার্টি, ডোমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশান থমাস

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন