হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সঙ্গে লিটনও খেলবেন কানাডা লিগে

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। এমন মাইলফলকের দিনই আবার সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।

সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন। তাঁর সঙ্গে এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ ও জেসন বেহেরনডফের মতো তারকা খেলোয়াড়েরা। এ ছাড়া মিরপুর টেস্টের প্রতিপক্ষ আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতকেও সতীর্থ হিসেবে পাবেন লিটন।

এর আগে গতকাল আইকন খেলোয়াড় হিসেবে কানাডা লিগে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন। এই দলে তাঁর মতোই আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

শুধু লিটন-সাকিব-রাসেলরাই নন, এই লিগে তারকার হাট বসেছে। সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা নামে পরিচিত জনপ্রিয় খেলোয়াড়েরা খেলবেন কানাডা লিগে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাইলি রুশো ও হরভজন সিংয়ের মতো তারকারা মাঠ মাতাবেন।

ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ