হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মতো টিকিট শেষ ভারত-পাকিস্তান ম্যাচেরও

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের আগ্রহ বেশি থাকে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠ থাকে কানায় কানায় পরিপূর্ণ। এবারের এশিয়া কাপ শুরুর আগেও দেখা যাচ্ছে একই চিত্র। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ। 

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর ৩১ আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পিসিবি ডট বুকমি ডট পিকে ওয়েবসাইটে টিকিট কাটতে গেলে দেখা গেছে, সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪৭ টাকা আর সর্বোচ্চ ৩৫ ডলার (বাংলাদেশি ৩৮৩০ টাকা)। একই মাঠে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের টিকিটও শেষ। তবে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৩০ ডলার (৩২৮৩ টাকা) ও সর্বোচ্চ ৩০০ ডলার (৩২৮২৯ টাকা)। 

গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার