হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মতো টিকিট শেষ ভারত-পাকিস্তান ম্যাচেরও

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের আগ্রহ বেশি থাকে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠ থাকে কানায় কানায় পরিপূর্ণ। এবারের এশিয়া কাপ শুরুর আগেও দেখা যাচ্ছে একই চিত্র। ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ। 

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর ৩১ আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পিসিবি ডট বুকমি ডট পিকে ওয়েবসাইটে টিকিট কাটতে গেলে দেখা গেছে, সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪৭ টাকা আর সর্বোচ্চ ৩৫ ডলার (বাংলাদেশি ৩৮৩০ টাকা)। একই মাঠে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের টিকিটও শেষ। তবে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৩০ ডলার (৩২৮৩ টাকা) ও সর্বোচ্চ ৩০০ ডলার (৩২৮২৯ টাকা)। 

গত বছরের মতো এবারও হবে ছয় দলের এশিয়া কাপ। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপ থেকে চার দল যাবে সুপার ফোরে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টে পাকিস্তানে হবে মাত্র চার ম্যাচ এবং বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত