হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের আবার কী হলো

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। তবে কখনো হার মানেননি। সর্বশেষ বিশ্বকাপে যেমন চোট নিয়েই খেলেছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে ছিলেন বাংলাদেশি পেসার। 

এবারের বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন। কিন্তু চোট পিছু ছাড়ছে না ২৮ বছর বয়সী পেসারের। গতকালের ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা শরীফুল ইসলামের কথার মর্মার্থ এমনই ইঙ্গিত দিয়েছে। 

রংপুর রাইডার্সের কাছে ৭৯ রানের হারের পর শরীফুল বলেছেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যথা) লেগে আসছিল, সে জন্য বোলিং করেননি, ব্যাটিংয়েও নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাঁকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি সুস্থ হয়ে যাবেন।’ 

তাসকিনের যে কিছু একটা হয়েছে সেটা ম্যাচের সময়ই বোঝা যাচ্ছিল। কেননা, ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া ঢাকার পেসার পরে আর বোলিংয়েই আসেননি। তাঁকে না পাওয়াটা যে দলের জন্য ক্ষতি হয়েছে, সেটাও জানিয়েছেন শরীফুল। 

গতকাল ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। তাড়া করতে নেমে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। তাসকিন বাকি দুই ওভার বোলিং করলে এমনটা হতো না বলে জানিয়েছেন শরীফুল। তিনি বলেছেন, ‘আজ আমরা যদি কিছু রান কম দিতাম বা তাসকিন ভাই যদি ফিট থেকে দুইটা ওভার বোলিং করতে পারত, হয়তো কিছু রান কম হতো। হয়তো ২টা উইকেটও পড়ত। খেলাটাও অন্য রকম হতো।’

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ