হোম > খেলা > ক্রিকেট

১০ দিন খেলার মানসিকতা নেই বাংলাদেশের, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডেতে পায়ের নিচে মাটি পেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নিয়মিত দুঃস্বপ্ন তাড়া করে বাংলাদেশকে। ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ সামনে রেখে তাই চিন্তার শেষ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে আজ কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের ভরাডুবি প্রসঙ্গ তো ছিলই। একই সঙ্গে ঠিক কী কারণে টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স হচ্ছে না, সে বিষয়েও কোচদের সঙ্গে কথা বলেন পাপন। তাঁরা বিসিবি সভাপতিকে সর্বশেষ চার-পাঁচটি টেস্টের উদাহরণ দেখান। কোনো একটা সিরিজের প্রথম টেস্টে ভালো একটা শুরুর পর দ্বিতীয় টেস্টে একেবারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। 

এ ব্যাপারে কোচরা পাপনকে জানিয়েছেন, ১০ দিনের খেলার মানসিকতাই নাকি নেই খেলোয়াড়দের। আজ বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম টেস্টটা (সিরিজের) আমরা মোটামুটি ভালোই খেলি। দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে, ওরাও এত তাড়াতাড়ি বুঝতে পারছে না। কিন্তু ওরা (কোচিং স্টাফ) যেটা বলল, আমাদের আসলে ১০ দিনের খেলার মানসিকতাই নেই। দশদিন যে টানা খেলতে হবে, এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’ 

টেস্ট সিরিজের মাঝে বিরতিতে শুধু টেস্ট খেলেন এমন খেলোয়াড়দের কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারেও পরিকল্পনা হচ্ছে বলে জানান পাপন। শ্রীলঙ্কা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরের পর টেস্ট ক্রিকেটে তিন মাসের বিরতিতে পড়বেন মুমিনুল হকেরা। এ সময়ের পরিকল্পনা নিয়ে পাপন বলেন, ‘এ সিরিজের পর আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ফেরার পর টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের বিরতি। কিন্তু আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা আছে। এ সময় টেস্ট যারা খেলে তারা কি করবে? আমরা বলেছি, ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছি। আমরা কিছুদিন আগে থেকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। আমাদের পরিকল্পনার কথা বলেছি (কোচদের)। ওদেরকে কীভাবে খেলায় রাখা যায়, সে ব্যবস্থা আমরা করছি।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ