হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে থাকছে ইউএস-বাংলাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের অষ্টম আসরে দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা। বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় এই বেসরকারি বিমান সংস্থা। 

বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ইউএস-বাংলা তাদের শুরু থেকেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিপিএলের একাধিক দলের সঙ্গে জড়িত ছিল ইউএস-বাংলা। এবার বিপিএলে আমরা দুটি দলের ট্রাভেল পার্টনার। একটি কুমিল্লা ভিক্টোরিয়ানস, আরেকটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’ 

কামরুল আরও যোগ করেন, ‘ইউএস-বাংলা ২০১৪ সালে অভ্যন্তরীন রুটে মাত্র দুটি ছোট বিমান নিয়ে যাত্রা শুরু করে। সেখানে এখন আমরা ১৬টি এয়ারক্রাফট নিয়ে অভ্যন্তরীণ পার হয়ে আন্তর্জাতিক ১০টি দেশে ফ্লাইট পরিচালনা করছি। বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিয়ে আমরা আরও বড় স্বপ্ন দেখছি, যেহেতু ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে আছি। আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও বেশি অবদান রাখতে চাই।’ 

এর আগে ফুটবল ও গলফ ফেডারেশনের সঙ্গে কাজ করেছে ইউএস-বাংলা। সুযোগ পেলে আরও বড় পরিসরে দেশের ক্রীড়াঙ্গনে কাজ করতে আগ্রহী ইউএস-বাংলা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ