হোম > খেলা > ক্রিকেট

কানাডার লিগে খেলতে মুখিয়ে আছেন লিটন 

টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকের দিনই সুখবর পেয়েছেন লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁকে নিয়েছে সারে জাগুয়ারস। কানাডার লিগে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন লিটন। 

সারে জাগুয়ারস আজ তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছে। সেই ভিডিও বার্তায় লিটন বলেন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। সারে জাগুয়ারসের অংশ হয়ে বেশ রোমাঞ্চিত। আশা করি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের সমর্থন দেবেন। ২০ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। দেখা হবে তখন।’

লিটনের সঙ্গে সাকিব আল হাসানও খেলবেন কানাডার লিগে। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। মন্ট্রিলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। লিটনের সারে জাগুয়ারসও তারকাসমৃদ্ধ। সারেতে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত, জেসন বেহেরনডফের মতো তারকারা। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বিসিবি থেকে সাকিব, লিটন দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম শুরু হবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট হবে ফাইনাল। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে হয়েছে কানাডার এই লিগের মৌসুম। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ভ্যাংকুভার নাইটস আর উইনিপেগ হকস দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি