হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ। ফাইল ছবি

২১ জানুয়ারি বা আগামীকালই কি আইসিসি জানিয়ে দিচ্ছে, বাংলাদেশের ভাগ্যে কী আছে। বিশ্বকাপ আদৌ খেলা হবে, নাকি নিজেদের চাওয়ামতো শ্রীলঙ্কায় খেলার সুযোগ হবে। বিসিবির একাধিক পরিচালক গতকাল জানিয়েছেন, তাঁদের ২১ জানুয়ারির কোনো ডেডলাইন জানা নেই। তবে এটা ঠিক, এ সপ্তাহেই চলে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে এখন উদ্বেগ নিয়ে অপেক্ষা বাংলাদেশ ক্রিকেটের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো নিরাপত্তার কারণে ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। এই বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনা হয়েছে আইসিসি-বিসিবির মধ্যে। ১৭ জানুয়ারি ঢাকায় এসেছিলেন আইসিসির প্রতিনিধি। নিরাপত্তার শঙ্কা থাকায় সরকারের নির্দেশ মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি।

পরশু রাতে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকইনফো জানায়, বিসিবিকে ২১ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না এলে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিসিবিকে কোনো ডেডলাইন দেওয়া হয়নি বলেই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

গতকাল সংবাদমাধ্যমকে আমজাদ হোসেন বলেন, ‘১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন। তাঁর সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। আইসিসির প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তিনি আমাদের বলেন, ঠিক আছে। এই বিষয়গুলো আইসিসিতে অবহিত করবেন। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেবে আইসিসি। এই বিষয়ে প্রতিনিধি কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু বলেছেন, পরবর্তী তারিখটা কবে হবে, সেটা আমাদের জানিয়ে দেবেন।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশকে নিয়ে চলমান অচলাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে ভেবে রেখেছে আইসিসি। বিশ্বকাপে যেসব দল জায়গা করে নিতে পারেনি, তাদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে স্কটিশরা। বাংলাদেশের বিকল্প হিসেবে সে কারণেই তাদের এগিয়ে রাখা হয়েছে। তবে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড বিবিসিকে জানিয়েছে, বাংলাদেশের বিকল্প হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে এখনো কোনো কথা হয়নি।

তবে দিন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা ততই যেন ক্ষীণ হয়ে আসছে। সে ক্ষেত্রে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বিসিবি অনড় অবস্থান ধরে রাখলে বিশ্বকাপের বাইরে চলে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে বিসিবির অবশ্যই অনেক বড় ক্ষতি। তবে ভারতকেও এর পারিপার্শ্বিক প্রতিক্রিয়া নিয়ে ভাবতে হচ্ছে। ২০২৮ এলএ অলিম্পিকে ফিরছে ক্রিকেট। বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ভিন্ন বার্তা দেবে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করছে ভারত। সেটিতেও এই ধরনের ঘটনার প্রভাব থাকতে পারে। ২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত। অলিম্পিক বিডিংয়ে নেতিবাচক প্রভাব হয়তো পড়বে।

আর বাংলাদেশের সাধারণ দর্শকদের ক্ষোভের ঢেউ সামলানোও হয়তো কঠিন হয়ে পড়বে। পাকিস্তানি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, বাংলাদেশের পাশে থাকতে চায় পাকিস্তান। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বলা তাদের পক্ষে কঠিন। কারণ, পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল আছে। এই ইস্যুতে কোনোভাবে পাকিস্তানের সরাসরি সম্পৃক্ততাও নেই। আয়োজকেরা এখন হিসাবনিকাশ করছে, বাংলাদেশকে বাদ দিলে আইসিসিকে কী কী আইনগত চ্যালেঞ্জ বা জটিলতায় পড়তে হতে পারে। সেসব চিন্তাভাবনা করতেই এতটা সময় লাগছে। বিসিবির এক পরিচালক গতকাল বলছিলেন, ‘বিষয়টা যদি এতই সহজ হতো, তাহলে ভারত সিদ্ধান্ত শুরুর দু-তিনের মধ্যে জানিয়ে দিত। পরিস্থিতি খুব জটিল বলেই এতটা সময় লাগছে। তবে সিদ্ধান্ত দ্রুতই আসতে হবে। বিশ্বকাপের খুব বেশি সময় নেই হাতে।’

আগের সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে কলকাতায় শুরু বিশ্বকাপ অভিযান। সবই এখন ঝুলছে অনিশ্চয়তার সুতায়, দুরুদুরু অপেক্ষা বাংলাদেশ ক্রিকেটের।

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার