ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে পরশু শেষ ওয়ানডের আগে দলে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ নাঈম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত প্রথম দুই ওয়ানডে স্কোয়াডে নাঈমকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছিল। সিরিজের শেষ ওয়ানডের আগে তাঁকে দলে ফিরিয়েছেন নির্বাচকেরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও ওপেনিংয়ে ভালো করতে পারেননি লিটন দাস। নাঈম শেখের অন্তর্ভুক্তি লিটনের ওপর চাপটা তাই বাড়িয়ে দিয়েছে। যদিও ওয়ানডে সুপার লিগের পয়েন্টের হিসাব থাকায় শেষ ম্যাচের গুরুত্বও কম নয়। একাদশ নিয়ে পরীক্ষা–নিরীক্ষার ব্যাপারে তাই সতর্ক থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
মিরপুরে সিরিজের শেষ ম্যাচটা হবে পরশু।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।