হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি

২০১৭ সালে সবশেষ আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। ৮ বছর পর আজ করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান আজ টুর্নামেন্টটা খেলতে নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেই। টসের সময় পাকিস্তান অধিনায়ক রিজওয়ানও জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ওপর চাপ বেশি। শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে পাকিস্তান অধিনায়ক মনে করছেন। তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহর সঙ্গে একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদ। স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগাও আছেন।

ব্যাটিং লাইনআপে অধিনায়ক রিজওয়ানের সঙ্গে থাকছেন ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, খুশদিল শাহ ও তৈয়ব তাহির। খুশদিলও বাঁহাতি স্পিনে কার্যকরী হতে পারেন। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে আছেন তিন পেসার উইল ও’ রুর্ক, ম্যাট হেনরি ও নাথান স্মিথ। স্বয়ং অধিনায়ক মিচেল স্যান্টনার বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস থাকছেন। শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ফিলিপস।

ব্যাটিং লাইনআপে থাকছেন ১৫০-এর বেশি ওয়ানডে খেলা দুই অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। ড্যারিল মিচেল ব্যাটিংয়ে নিয়মিত রান করছেন। আছেন দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং ও ডেভন কনওয়ে।

পাকিস্তানের একাদশ

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, আগা সালমান, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি

নিউজিল্যান্ডের একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’