হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ছবি: আইসিসি

২০১৭ সালে সবশেষ আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। ৮ বছর পর আজ করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান আজ টুর্নামেন্টটা খেলতে নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমেই। টসের সময় পাকিস্তান অধিনায়ক রিজওয়ানও জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ওপর চাপ বেশি। শিশির পড়বে বিধায় পরে ব্যাটিং করাটা সহজ বলে পাকিস্তান অধিনায়ক মনে করছেন। তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহর সঙ্গে একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদ। স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগাও আছেন।

ব্যাটিং লাইনআপে অধিনায়ক রিজওয়ানের সঙ্গে থাকছেন ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, খুশদিল শাহ ও তৈয়ব তাহির। খুশদিলও বাঁহাতি স্পিনে কার্যকরী হতে পারেন। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে আছেন তিন পেসার উইল ও’ রুর্ক, ম্যাট হেনরি ও নাথান স্মিথ। স্বয়ং অধিনায়ক মিচেল স্যান্টনার বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস থাকছেন। শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ফিলিপস।

ব্যাটিং লাইনআপে থাকছেন ১৫০-এর বেশি ওয়ানডে খেলা দুই অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। ড্যারিল মিচেল ব্যাটিংয়ে নিয়মিত রান করছেন। আছেন দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং ও ডেভন কনওয়ে।

পাকিস্তানের একাদশ

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, আগা সালমান, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি

নিউজিল্যান্ডের একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি