হোম > খেলা > ক্রিকেট

সাইফউদ্দিনকে সতর্ক করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। 

সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড। 

আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। 

সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’ 

গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’ 

এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত