আইসিসি আজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে স্বাগতিক ভারতের।
২০১৯ বিশ্বকাপের মতো এবারও প্রতিটি দল গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে। ভারত ৯টি ভিন্ন ভেন্যুতেই খেলবে তাদের প্রথম পর্বের ম্যাচগুলো। ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১১ অক্টোবর। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ হবে ২২ ও ২৯ অক্টোবর।
অন্যদিকে বাছাই পর্ব উতড়ে আসা দুই দলের বিপক্ষেই বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুই ম্যাচ। ম্যাচ দুটিই হবে হায়দরাবাদে। পাকিস্তান এবার তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে পাঁচ ভেন্যুতে। হায়দরাবাদ ছাড়াও কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতে দুটি করে ম্যাচ খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। গ্রুপ পর্বের আরেক ম্যাচ আহমেদাবাদে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৩১ অক্টোবর কলকাতায় খেলবে বাংলাদেশ-পাকিস্তান।
বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর আর শেষ হবে ১৯ নভেম্বর। প্রথম ও ফাইনাল-দুই ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রথম ম্যাচে খেলবে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনালের দুই ম্যাচ।
২০২৩ বিশ্বকাপে ভারতের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৮ অক্টোবর অস্ট্রেলিয়া চেন্নাই
১১ অক্টোবর আফগানিস্তান দিল্লি
১৫ অক্টোবর পাকিস্তান আহমেদাবাদ
১৯ অক্টোবর বাংলাদেশ পুনে
২২ অক্টোবর নিউজিল্যান্ড ধর্মশালা
২৯ অক্টোবর ইংল্যান্ড লক্ষ্ণৌ
২ নভেম্বর কোয়ালিফায়ার ২ মুম্বাই
৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা কলকাতা
১১ নভেম্বর কোয়ালিফায়ার ১ বেঙ্গালুরু
২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ হায়দরাবাদ
১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ হায়দরাবাদ
১৫ অক্টোবর ভারত আহমেদাবাদ
২০ অক্টোবর অস্ট্রেলিয়া বেঙ্গালুরু
২৩ অক্টোবর আফগানিস্তান চেন্নাই
২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চেন্নাই
৩১ অক্টোবর বাংলাদেশ কলকাতা
৪ নভেম্বর নিউজিল্যান্ড বেঙ্গালুরু
১২ নভেম্বর ইংল্যান্ড কলকাতা