হোম > খেলা > ক্রিকেট

আম্পায়ারদের গ্রেডিং করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ এসেছে কয়েকটি দল থেকে। ইচ্ছে করে ভুল আউট কিংবা সাদা চোখে ‘নট আউট’কে আম্পায়ার দিয়েছেন ‘আউট’—এমন অনেক অভিযোগই উঠেছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হওয়ায় নড়চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেসব আউট নিয়ে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি।

ভিডিওতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে অভিযুক্ত সিদ্ধান্তগুলো নিয়ে। তদন্ত শেষে গতকাল বিসিবির আম্পায়ার্স কমিটিকে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। গতকাল আম্পায়ার্স কমিটির প্রধান কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেছেন, ‘আউটগুলো ভুল ছিল। ৪-৫টি আউটের মধ্যে ৩টিই ভুল। সবই তো ভুল বলা যায়। যে আম্পায়াররা এমন আউট দিয়েছেন, তাঁদের টুর্নামেন্ট কমিটির অধীনে হওয়া লিগের ম্যাচগুলোয় আপাতত রাখা হবে না।’

আম্পায়ারিং ভালো করতে খেলোয়াড়দের চুক্তির মতো গ্রেডিং পদ্ধতি চালু করার কথা জানিয়েছেন মিঠু। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘খেলোয়াড়দের মতো আম্পায়ারদের গ্রেডিং পদ্ধতি চালু করার জন্য বসেছি আমরা। সবচেয়ে ভালো আম্পায়ার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকবে। এরপর ‘এ’ গ্রেড, বি-সি ক্যাটাগরি থাকবে। যাঁরা ভালো করবেন, তাঁরা নিচের গ্রেড থেকে ওপরে উঠবেন, আর যাঁরা ভালো করবেন না তাঁরা নিচের গ্রেডে চলে যাবেন।’ তবে মিঠুর দাবি, ভুল আম্পায়ারিংয়ের ক্ষেত্রে বাইরে থেকে প্রভাবিত করা হয় আম্পায়ারদের!

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিলেন মুশফিক-মিরাজরা

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি