সাধারণত ক্রিকেটে টস করতে দেখা যায় দুই দলের অধিনায়ককেই। তবে আগামীকাল আহমেদাবাদ টেস্ট ভিন্ন কিছুর সাক্ষী হতে যাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়ার দুই অধিনায়কের পরিবর্তে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে টস করতে পারেন দেশ দুটির প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওয়েবসাইটে তেমনি আভাস মিলেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিসিআই কিংবা আইসিসি। অজি প্রধানমন্ত্রী নোভা ৯৩.৭ রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ও প্রধানমন্ত্রী মোদির ওপর প্রচণ্ড চাপ রয়েছে। কারণ আমরা দুজন টস করব।’
আলবানিজের এমন মন্তব্যের পর সঞ্চালক জানতে চান একটি কয়েন কীভাবে দুজনে টস করবেন? এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই কাজটি কীভাবে হবে। তবে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় তিনিই করবেন।’ এর সঙ্গে জানা গেছে ম্যাচ চলাকালীন কিছুটা সময় ধারাভাষ্যও দিতে পারেন মোদি।
টসের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা না গেলেও নিজের নামে হওয়া স্টেডিয়ামে প্রথম দিন উপস্থিত থাকবেন মোদি। সঙ্গে থাকবেন আলবানিজও।
দুই প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বিধায় বিনা টিকিটে প্রথম দিনের খেলা দেখতে পারবেন দর্শকেরা। আহমেদাবাদ টেস্টের ওপর নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার সিরিজের ফল। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।
ভারত সিরিজে এগিয়ে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবার ভারতকে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠতে হলে জিততে হবে এই টেস্টে। অন্যথা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে তাদের ফাইনালে খেলা।