হোম > খেলা > ক্রিকেট

মেঘও যেন উপভোগ করছিল মিজানুরের ব্যাটিং! 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আকাশের গায়ে বসে মেঘেরাও হয়তো উপভোগ করছিল মিজানুর রহমানের ব্যাটিং! তারা যেন অপেক্ষা করছিল ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের সেঞ্চুরির জন্য। মিজান তিন অঙ্ক ছুঁতেই তাই হুড়মুড়িয়ে মেঘেরা বৃষ্টি হয়ে ঝরল বিকেএসপির ৪ নম্বর মাঠে। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই তারকা ক্রিকেটারদের ছাপিয়ে দারুণ খেলছেন জাতীয় দল থেকে দূরে থাকা খেলোয়াড়েরা। এঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন মিজানুর রহমান। আজ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এসে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান এগিয়ে থাকলেন সেঞ্চুরির দিক দিয়েও। সুপার লিগে উঠতে না পারা ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটসম্যানের ব্যাটেই ডিপিএলে এবারের মৌসুম দেখল প্রথম শতক। 

যদিও শেখ জামাল–ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে। খেলা থামার আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। ১৭ ওভারের পঞ্চম বলে সালাউদ্দিন শাকিলের বলে এক রান নিয়ে সেঞ্চুরিতে পৌঁছান মিজানুর। পরের বলে জাহিদুজ্জামান আউট হতেই নামে বৃষ্টি। এরপর তো খেলাই বন্ধ হয়ে যায়। 

 ৬৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মিজানুর ১৩ বাউন্ডারির সঙ্গে ছক্কাও মেরেছেন তিনটি। এই সেঞ্চুরির মধ্যে দিয়েই প্রথম ব্যাটসম্যান হিসেবে লিগে ৪০০ রানের মাইলফলকও পেরিয়েছেন এই ব্যাটসম্যান। ১১ ম্যাচে করেছেন ৪১৮ রান। প্রথম ১০ ম্যাচেই তিনটি ফিফটি ছিল মিজানুরের। আজ নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও পেয়ে গেলেন। 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ