হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে ছাড়াই লঙ্কানদের ২৬৩ রানে আটকে দিল বাংলাদেশ 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। চোটে পড়ায় গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন না তিনি। সেই ম্যাচে শুরুতে বোলিং খারাপ করলেও পরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা। 

এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাটিং পেয়ে আক্রমণাত্মক শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। যার মধ্যে পেরেরা বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করেন তিনি। পেরেরা আহত অবসর হয়ে যাওয়ার সময় লঙ্কানদের স্কোর ৯.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। এরপর নিশাঙ্কা ও কুশল মেন্ডিস ৪০ রানের একটি জুটি গড়েন। ১৯ বলে ২২ রান করা মেন্ডিসকে ফিরিয়েছেন নাসুম আহমেদ। এরপর উইকেটে এসেও বেশিক্ষণ টিকতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা সাদিরা সামারাবিক্রমা। ২ রানেই তাঁকে ফেরান শেখ মাহেদি হাসান।  

আসালাঙ্কা, শানাকা ফিরলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৭৭ রান। এরপর ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও ডিমুথ করুণারত্নে গড়েছেন ৪১ রানের জুটি। লঙ্কানদের এই ৪১ রানের জুটি ভেঙেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিল্ডিংয়ে। ৪৩ তম ওভারের চতুর্থ বলে তানজিম হাসান সাকিবকে মিড অফে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে চান ডিমুথ করুণারত্নে। মিড অফ থেকে ডিরেক্ট থ্রোতে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন মাহমুদউল্লাহ। তাতে করুণারত্নের ২৭ বলে ১৮ রানের ইনিংস শেষ হয়ে যায়। 

করুণারত্নের পর ডি সিলভার উইকেটেও অবদান রেখেছেন ফিল্ডার মাহমুদউল্লাহ। ৪৬ তম ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে তুলে মারতে যান ডি সিলভা। লং অফে সহজ ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ। ৭৯ বলে ৫৫ রান করা ডি সিলভার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর তখন ৭ উইকেটে ২২৯ রান। এরপর ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাহেদি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে