হোম > খেলা > ক্রিকেট

‘গুজবে’ কান দিতে নিষেধ লিটনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দলটির নেতা-কর্মীদের বাসায় হামলা চালিয়েছে। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন এবং সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে দিয়েছে আগুন। একই সময় গুজব ছড়ায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের বাসায়ও হামলা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমে লিটনের বাড়িতে হামলার প্রতিবেদনও হয়! এ ব্যাপারে অবশেষ মুখ খুললেন এ উইকেটরক্ষক-ব্যাটার। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

লিটনের বিশ্বাস, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সবকিছু ছাড়িয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশা তাঁর, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ–নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি—সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।’

কয়েক দিন ধরে সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় রক্ষায় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। তাঁদের প্রশংসা করে লিটন লিখেছেন, ‘আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসঙ্গে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা