হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে ফের ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ

টানা তিন ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ভারতের জয় ১৭ রানে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে উইন্ডিজ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। তবে ঈশান কিষান (৩৪) ও শ্রেয়াস আইয়ারের (২৫) ব্যাটে বড় স্কোরের ভিত পায় ভারত। অল্প রানের ব্যবধানে ফিরে যান এ দুই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও (৭)। তবে প্রান্ত আগলে দলকে এগিয়ে নেন সূর্যকুমার যাদব। ৩১ বলে ১ চার ও ৭ ছক্কায় ঝোড়ো ৬৫ রান করেন সূর্যকুমার। ভেঙ্কেটেশ আইয়ার করেন ১৯ বলে ৩৫ রান। ভারত পায় ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। 

জবাবে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে ধাক্কা সামাল দেয় অতিথিরা। পাওয়েলের বিদায়ের পর একাই চেষ্টা করে যান পুরান। কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়া দলকে জেতাতে পারেননি তিনিও। পুরান আউট হন ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’