হোম > খেলা > ক্রিকেট

রশিদের জায়গায় আফগানদের অধিনায়ক নবী

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত মাসে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। দল ঘোষণার পরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক রশিদ খান। বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে আইসিসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে মোহাম্মদ নবীকে অধিনায়ক করে চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান। 

ঠিক এক মাস আগে অভিমান থেকেই অধিনায়কত্ব ছেড়েছিলেন রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগান এই ক্রিকেটার লিখেছিলেন, 'অধিনায়ক ও জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য। আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) যে দলটি ঘোষণা করেছে, সেখানে আমার কোনো মতামতই নেওয়া হয়নি।’ 

তখন রশিদের মতামত ছাড়াই যে দল ঘোষণা করেছিল আফগান বোর্ড এবার অবশ্য সেখানে কিছু রদবদল এসেছে। ১৮ সদস্যের দল থেকে এবার বাদ পড়েছেন শাপুর জাদরান ও কায়েস আহমেদ। এদিকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা ফরিদ আহমেদ জায়গা পেয়েছেন মূল দলে, বাদ পড়েছেন আফসার জাজাই। ১৫ সদস্যের দলে থাকা শরাফউদ্দিন আশরাফ ও দৌলত জাদরান এখন আছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। এই দুজনের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন সামিউল্লাহ শিনওয়ারি ফজল হক ফারুকী। 

আফগানিস্তানের চূড়ান্ত দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), হাশমতউল্লাহ শহিদি, আজগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ, নাভিদ উল হক। 

অতিরিক্ত খেলোয়াড়
শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকী।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ