হোম > খেলা > ক্রিকেট

করোনায় আক্রান্ত পাকিস্তান কোচ মিসবাহ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশের ফেরার আগ মুহূর্তে দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির হেড কোচ মিসবাহ-উল-হক। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

জ্যামাইকায় ক্যারিবীয়দের বিপক্ষে গতকাল শাহীন শাহ আফ্রিদির বোলিং নৈপুণ্যে দ্বিতীয় টেস্ট জিতেছে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল মিসবাহর শিষ্যরা। সেসব সুখস্মৃতি নিয়ে আজ দেশে ফেরার কথা ছিল গোটা পাকিস্তান দলের। 

কিন্তু বিমানবন্দরে আসার আগে শেষ কোভিড পরীক্ষায় পজিটিভ হন ৪৭ বছর বয়সী মিসবাহ। ফলে গোটা দল বিমানে ওঠার ছাড়পত্র পেলেও জ্যামাইকাতেই থেকে হচ্ছে বাবর আজম-ফাওয়াদ আলমদের গুরুকে। 

অবশ্য মহামারি ভাইরাস শরীরে বাসা বাঁধলেও কোনো উপসর্গ নেই মিসবাহর। আপাতত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। পরবর্তী পরীক্ষার ফল নেগেটিভ এলেই পাকিস্তানগামী বিমান ধরতে পারবেন তিনি।

পিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। উইন্ডিজ বোর্ড শিগগিরই মিসবাহকে হোটেল থেকে অন্যত্র স্থানান্তর করবে। সেখানে একজন চিকিৎসক সব সময় তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন। 

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’