ঘরের মাঠে আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জিতেছিল আফগানরা। গতকাল তৃতীয় ওয়ানডেতেও জিতে প্রথমবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল আফগানিস্তান।
টানা তিন জয়ে আইসিসি সুপার লিগের দুয়ে উঠে এসেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে পয়েন্ট তালিকার চারে থাকা দলটি এখন এক নম্বরে থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। বাংলাদেশের চেয়ে মাত্র ২০ পয়েন্ট পিছিয়ে আছে হাসমতুল্লাহ শাহিদির দল ৷ বাংলাদেশের চেয়ে তারা অবশ্য ছয় ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ১০ জয়ে রশিদ-নবীদের পয়েন্ট ১০০। আর ১৮ ম্যাচে ১২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২০।
সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সুপার লিগের অংশ। সিরিজে ভালো করে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তামিম ইকবালের দলের সামনে।
পয়েন্ট টেবিলের চারে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও আছে এই সুযোগ। আর তিন নম্বরে আছে ইংল্যান্ড। পয়েন্টের হিসাবে টেবিলের পাঁচে অবস্থান করছে ভারত। আর আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ের অবস্থা শোচনীয়। ১৫ ম্যাচে ৩ জয়ে তারা আছে টেবিলের ১২ নম্বরে।