হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে অসদাচরণ করে জরিমানা গুনলেন বাটলার

এবারের আইপিএলে জরিমানা গুনলেন জস বাটলার। আইপিএলের আচরণবিধি ভাঙায় গতকাল ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটারের। 

গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। হারশিত রানার দ্বিতীয় বল বাটলার ব্যাকফুটে ডিফেন্স করতে গেলে বল চলে যায় পয়েন্টে। রান নেবের কী নেবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ইংলিশ এই ব্যাটার। অন্যদিকে যশস্বী জয়সওয়াল অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। তখন রান নিতে গেলে আন্দ্রে রাসেল ডিরেক্ট থ্রোতে নন-স্ট্রাইকারের স্টাম্প ভেঙে দেন। রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। তাতে হতাশা প্রকাশ করেন ইংলিশ এই ব্যাটার। আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে লেভেল ওয়ান ভাঙায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের শাস্তির কথা নিশ্চিত করে আইপিএল এক অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ৫৬ নম্বর ম্যাচে তিনি আচরণবিধি ভেঙেছেন।’ 

বাটলারের ভুল কী ছিল তা অবশ্য বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রান আউট হওয়ার পর জয়সওয়ালের প্রতি হতাশা প্রকাশ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের জরিমানার দিন বিশাল জয় পেয়েছে রাজস্থান। কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করে ফেলে রাজস্থান।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে