হোম > খেলা > ক্রিকেট

বিতর্কিত আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক, স্যামসনের জরিমানা

জরিমানার ঘটনা ২০২৪ আইপিএলে খুবই পরিচিত। স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের পকেট কাটা যাচ্ছে বারবার। তবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের জরিমানার ঘটনাটা একটু ভিন্ন। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েই পকেট খসল স্যামসনের। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। নিজের আউটের পর আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে স্যামসন একমত হতে পারেননি কিছুতেই। রাজস্থান অধিনায়ক স্যামসনকে তাই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। আচরণবিধির ২.৮ অনুচ্ছেদের অধীনে এক নম্বর ধারা ভাঙায় শাস্তি পেয়েছেন তিনি। অপরাধ স্বীকার করেছেন এবং আম্পায়ারের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। 

দিল্লির দেওয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল রাজস্থান। ১৫.৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ছিল ৩ উইকেটে ১৬২ রান। এমন সমীকরণের সময় ১৬তম ওভারের চতুর্থ বলে মুকেশ কুমারকে তুলে মারেন স্যামসন। লং অনে ক্যাচ ধরেন শাই হোপ। এই আউট নিয়েই ঘটে বিতর্ক। ক্যাচ ধরে হোপ যখন ফিরছিলেন, তাঁর পা সীমানাদড়ি স্পর্শ করেছে কি না, সেটা নিয়েই মূলত বিতর্ক। রিপ্লেতে দেখা গেছে, হোপের পায়ের সঙ্গে সীমানাদড়ি সমান্তরালে। ধারাভাষ্যকারেরাও অনিশ্চিত ছিলেন এই আউট নিয়ে। ড্রেসিংরুমে অর্ধেক পথ চলে গিয়েও আবার ফেরেন স্যামসন। আম্পায়ারের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে দেখা যায় রাজস্থান অধিনায়ককে। ৪৬ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৬ রান করেন স্যামসন। 

স্যামসনের আউট নিয়ে কথা বলেছেন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, ‘রিপ্লে ও অ্যাঙ্গেলের ওপর নির্ভর করছে। মাঝেমধ্যে আপনার মনে হতে পারে, পা যেন স্পর্শ করেছে। তবে তৃতীয় আম্পায়ারের জন্য বিচার করা একটু কঠিনই। ম্যাচটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমাদের অনেক ধরনের মত থাকতে পারে। দিন শেষে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে।’ 

শেষ পর্যন্ত ম্যাচ হেরেও গেছে রাজস্থান। ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রানে থেমে যায় তাদের ইনিংস। দিল্লির ২০ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন কুলদীপ যাদব। ৪ ওভার বোলিং করে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের