রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে গতকাল উঠেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেক সূর্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথমবার ধবলধোলাই করে পাকিস্তান দলকে। এমন সিরিজ হার পাকিস্তানের অন্যান্যদের মতো মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদও।
আবরার আহমেদকে কাভার দিয়ে সাকিব আল হাসান চার মারার পর হয়ে যায় ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের মতো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন শেহজাদ। ‘ঘরের মাঠে লজ্জা’ এমন শিরোনামে ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে পাকিস্তানের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাকিস্তান নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে। আমি কীভাবে এটা আপনাদের বলব? বাংলাদেশ দল পাকিস্তানে তাদের অনুশীলন সেরেছে। তাদের নিজেদের দেশের অবস্থাও ভালো নয়। তারা ভালোবেসে আপনাকে বলে গেল, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে সিরিজে ধবলধোলাই করে চলে গেল।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় পিচ নিয়ে অভিযোগ তুলেছিলেন নাসিম শাহ। পাকিস্তানি এই পেসার দাবি করেছিলেন, পিচ সেভাবে তাদের সাহায্য করেনি। এমনকি তখন পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদও পিচের অবস্থা দেখে হতভম্ব হয়েছিলেন। সেই টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। পিচ নিয়ে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে শেহজাদ বলেছেন, ‘পাকিস্তান পিচ নিয়ে অভিযোগ করে গেছে। তবে যে পিচ ফ্ল্যাট ট্র্যাক মনে হয়েছে, বাংলাদেশের ব্যাটাররা সেই পিচের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে।’