হোম > খেলা > ক্রিকেট

রোমাঞ্চকর টেস্ট জয়ের পর দুঃসংবাদ শুনল অস্ট্রেলিয়া

শেষ দুই দিনে রোমাঞ্চ জমিয়ে লাহোর টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় শেষ টেস্ট জিতে তাই সিরিজও জিতল প্যাট কামিন্সের দল। ২৪ বছর পর আগে শেষবার পাকিস্তানে খেলেছিল অজিরা। এ দলটার মতো তারা পাকিস্তানে টেস্ট সিরিজ জিতেছিল সেবার। টেস্ট সিরিজের পর এবার অপেক্ষা ওয়ানডে সিরিজের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্টিভ স্মিথকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কনুইয়ের চোটে পাকিস্তান সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই টপ অর্ডার। টেস্ট সিরিজ জয়ের পর স্মিথের ছিটকে পড়ার দুঃসংবাদ পায় অস্ট্রেলিয়া। তবে নির্বাচকেরা ব্যাপারটা সেরকম মানতে নারাজ। স্মিথের অভাব পূরণের মতো ব্যাটার অস্ট্রেলিয়া দলে আছে বলে মনে করেন তাঁরা। 

স্মিথের জায়গায় তাই নতুন কোনো ব্যাটার না নিয়ে একজন বোলার বাড়িয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ খেলা লেগ স্পিনার মিচেল সুয়েপসনকে ওয়ানডে দলে ডাকা হয়েছে সে কারণে। স্মিথের পাশাপাশি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেসার জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং ওপেনার ডেভিড ওয়ার্নারও দেশে ফিরে যাচ্ছেন। 

এ সিরিজে বিশ্রামে থাকছেন তাঁরা। তবে টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলতে চেয়েছিলেন স্মিথ। কিন্তু চোটে সেটা আর হচ্ছে না। স্মিথ বলছিলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া করা আমার জন্য হতাশাজনক। তবে মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, আমার এখন না খেলাই ভালো।’ 

মঙ্গলবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত