হোম > খেলা > ক্রিকেট

৩৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ভারতীয় ক্রিকেটারের বোমা

ক্রীড়া ডেস্ক    

প্রতারণার মামলা নিয়ে মুখ খুলেছেন রবিন উথাপ্পা। ছবি: ক্রিকইনফো

খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায় এখন। অর্থ কেলেঙ্কারির মামলার খবর খুবই পরিচিত। ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে প্রায় ৩৩ লাখ টাকা প্রতারণার মামলা করা হয়েছে। খবর যখন গণমাধ্যমে চাউর হয়েছে, তখন আর তিনি চুপ করে বসে থাকেননি। বোমা ফাটিয়েছেন প্রতারণার অভিযোগ নিয়ে।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে বিশাল এক পোস্ট করেন উথাপ্পা। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটার পাঁচ-ছয় বছরের পুরোনো ঘটনার কথাও উল্লেখ করেছেন, ‘প্রভিডেন্ট ফান্ডের যে মামলার খবর বেরিয়েছে, সেটার বিষয়ে সব কিছু স্পষ্ট করে দিতে চাই। স্ট্রবেরি লেন্সেরিয়া প্রাইভেট লিমিটেড, সেন্টারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড ও বেরিজ ফ্যাশন হাউজ-এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে জড়িয়ে ছিলাম, সেটা বলছি। ২০১৮-১৯ সালে এই তিন কোম্পানির পরিচালক হয়েছিলাম আমি। কারণ, তারা টাকা ধার নিয়েছিল।’

🙏🏾 pic.twitter.com/bRteF4jv9x

— Robbie Uthappa (@robbieuthappa) December 21, 2024
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ভারতের জার্সিতে সবশেষ উথাপ্পা খেলেছেন ২০১৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক দিন আগে ছাড়লেও ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাননি। ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। এমনকি গত মাসে হংকং ক্রিকেট সিক্সেসে খেলেছেন তিনি। ভারতের এই ক্রিকেটার বলেন, ‘সে যা-ই হোক, আমার পরিচালকের (প্রভিডেন্ট ফান্ড) কোনো ভূমিকাই ছিল না। অথবা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনের কাজে আমি যুক্ত হতে পারিনি। পেশাদার ক্রিকেট, টিভি উপস্থাপক, ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সূচি ছিল। অথবা আমার কাছে সময় ছিল না। এছাড়া অন্য কোনো কোম্পানিতে পরিচালকের কাজও এখন পর্যন্ত করিনি।’

উথাপ্পার দাবি, তাঁর বিরুদ্ধে মামলার যে অভিযোগ বেরিয়েছে সেটার পূর্ণ তদন্ত হওয়া দরকার। ৩৯ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘সম্পূর্ণ তথ্য উপস্থাপন করতে গণমাধ্যমের কাছে অনুরোধ করছি। যে তথ্য শেয়ার করা হয়েছে, সেটার সত্যতা যাচাই করুন।’ প্রতারণা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন উথাপ্পা।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ২৭ ডিসেম্বরের মধ্যে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি জমা দিতে হবে উথাপ্পাকে। বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭২ হাজার ৯৪৬ টাকা। না দিলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে। উথাপ্পার বিরুদ্ধে ৪ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্ণাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। কর্মীদের বেতন থেকে তহবিলের অর্থ কেটে সেটার হিসাব জমা না দেওয়ার অভিযোগ ওঠে উথাপ্পার বিরুদ্ধে।

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি