হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পরও খুশি নন শান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

সিরিজের ট্রফি হাতে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিনের সঙ্গে নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর টেস্টে বাংলাদেশ পেয়েছে অসাধারণ এক জয়। এরপরও শান্ত নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন।

ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে কাল চট্টগ্রামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না, আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের পর এর চেয়ে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছি।’

শান্ত এই সিরিজ থেকে অনেক প্রাপ্তিও তুলে ধরলেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে ফিরে এসেছেন, সেটি প্রশংসনীয়। সাদমানের অসাধারণ সেঞ্চুরি, (এনামুল হক) বিজয়ের দলে ফিরে এসে ভালো ব্যাটিং করা, যদিও বড় ইনিংস হয়নি। তবু ওপেনিংয়ে এই উন্নতি দেখে অনেক ভালো লেগেছে। এখানে ধারাবাহিক হতে হবে। (তানজিম) সাকিবের ব্যাটিংটাও অনেক ভালো লেগেছে। লেজের দিকে অতীতে যেমন তাইজুল ভাই অনেক বল মোকাবিলা করেছেন, সাকিবের ব্যাটিং প্রথম ম্যাচে দারুণ ছিল।’

শুধু একটি জয় নয়, বরং জুনে শ্রীলঙ্কা সফরের কথা মাথায় রেখে শান্ত নিজেদের লক্ষ্যের কথাও বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি, এই ম্যাচটা শুধু জিততেই হবে, এমন নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানে টেস্ট জিতেছি, আমাদের সেই সামর্থ্য রয়েছে। যে মানের ক্রিকেট খেলতে পারি, সেই মানে খেলার চেষ্টা করেছি। সামনে শ্রীলঙ্কা সফর খুব গুরুত্বপূর্ণ। আমি চাই, টপ অর্ডারে আরও বড় রান আসুক, কেউ যেন ১০০ বা ৪০ রান করে আউট না হয়ে যায়। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে, সুতরাং সেখানে বড় ইনিংসের জন্য আরও বেশি মনোযোগী হতে হবে।’

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী