হোম > খেলা > ক্রিকেট

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ছবি: ক্রিকইনফো

ভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ভারত, নিউজিল্যান্ড দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে আজ ডেভন কনওয়ের জায়গায় এসেছেন ড্যারিল মিচেল। একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়েছে কিউইরা। পেস আক্রমণে থাকছেন কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক। অধিনায়ক স্যান্টনারের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। স্যান্টনার নিজেও বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রও স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটিং লাইনআপে থাকছেন মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো তারকারা। ল্যাথাম পরবেন উইকেটরক্ষকের গ্লাভস।

ভারত তাদের একাদশে হারশিত রানার পরিবর্তে নিয়েছে বরুণ চক্রবর্তীকে। তাদের একাদশে আজ চার স্পিনার ও দুই পেসার। বরুণের সঙ্গে স্পিন বোলিং আক্রমণে থাকছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজা, অক্ষর ব্যাটিংও করতে পারেন দারুণ। পেস আক্রমণে মোহাম্মদ শামির সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনআপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে থাকছেন বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো ব্যাটাররা। কোহলি আজ খেলছেন তাঁর ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন লোকেশ রাহুল।

ভারত নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের পাঁচটিতে জিতেছে। নিউজিল্যান্ডের অবস্থাও একই। আজকের ম্যাচে যেকোনো একটি দলের জয়রথ তাহলে থামছে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরাজিত দল শেষ চারে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি

নিউজিল্যান্ডের একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ড্যারিল মিচেল, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রুর্ক

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা