হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি থেমেছে, বাংলাদেশ-ভারত খেলা শুরুর অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।

কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।

উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে  দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা  এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।  

তাসকিনের সেই বলে আসলে হলোটা কী

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার