হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজও আছেন টি-টেনের ড্রাফটে

সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আবুধাবি টি-টেনের আগামী মৌসুমে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব অবশ্য এর মধ্যে বাংলা টাইগার্সের আইকন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ড্রাফটে মোস্তাফিজের নাম লেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ।

ড্রাফটে মোস্তাফিজের নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে টি-টেন কর্তৃপক্ষ লিখেছে, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুষ্মন্ত চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস-আবুধাবি টি-টেন সিজন ছয়ের ড্রাফটে আছেন।’

আবুধাবি টি-টেন লিগে সাকিব, তামিমের খেলার অভিজ্ঞতা থাকলেও, মোস্তাফিজ এই লিগে আগে খেলেননি। ড্রাফটে দল পেলে প্রথমবারের মতো টি-টেন লিগে খেলা হতে পারে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। তবে প্রথম মৌসুমে এই তিনজনই দল পেয়েছিলেন। সাকিব–তামিমকে অনাপত্তিপত্র (এনওসি) দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন মোস্তাফিজকে এনওসি দেয়নি।

সে হিসেবে বাংলা টাইগার্স কিনলেও খেলা হয়নি মোস্তাফিজের। প্রথম মৌসুমে কেরালা কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। সেবারই শিরোপা জিতেছিলেন এই তারকা অলরাউন্ডার। আর পাখতুনসের হয়ে প্রথম মৌসুমে খেলেছিলেন তামিম।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড