হোম > খেলা > ক্রিকেট

যেখানে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে তাইজুল

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। ছবি: বিসিবি

সিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।

সিলেট টেস্টে সুযোগ ছিল সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজের অবস্থানটা আরও ওপরে তোলার। কিন্তু সেই টেস্টে উইকেটই পেয়েছিলেন ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় তাইজুল ছিলেন পাঁচ নম্বরে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, এখন তিন নম্বরে তিনি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিমের শিকার ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন এখন পাঁচ নম্বরে। ৮ টেস্টে ১৫ ইনিংসে তাইজুলের ৪৮ উইকেট।

১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। চারে আছেন তিনি। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

ওয়াসিমকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন তাইজুল। সেটি হলো, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ওয়াসিম যেটি চারবার করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াকারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন।

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী