হোম > খেলা > ক্রিকেট

রাসেল হুমড়ি খেয়ে পড়ে মনে করালেন মোস্তাফিজকেও

স্মৃতি বিস্মৃত হওয়ার নয়। অতীতের কোনো স্মৃতি কোনো না কোনোভাবে আপনার মনে পড়বেই। আন্দ্রে রাসেলেরও হয়তো গতকাল আইপিএলে ইশান্ত শর্মার দুর্দান্ত এক ইয়র্কারে আউট হওয়ার পর পুরোনো স্মৃতি মনে পড়েছে।

রাসেলের সেই দুঃসহ স্মৃতিতে মোস্তাফিজুর রহমানের নাম জড়িয়ে আছে। দিল্লি ক্যাপিটালসের পেসার ইশান্তর টো ক্রাশারে রাসেল যেভাবে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন, তেমন ঘটনা ঘটেছিল ২০১৬ আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হুবহু এমন ঘটনারই মুখোমুখি হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজের বলে।

তাঁর ব্যাটে যখন বেদম পিটুনি খেয়ে দিশেহারা হন বোলাররা, সেদিন উইকেট বাঁচাতে নিজেই দিশেহারা হয়েছিলেন রাসেল। আজ থেকে আট বছর আগে ক্যারিবিয়ান ব্যাটারের বিপক্ষে নিখুঁত এক ইয়র্কার করেছিলেন মোস্তাফিজ। ব্লক হোলে করা তাঁর ইয়র্কারের কোনো জবাব ছিল না রাসেলের হাতে। যার ফল মুখ থুবড়ে মাটিতে পড়ে অসহায়ভাবে দেখতে হয়েছে নিজের উইকেট ভাঙার দৃশ্য।

গতকাল যেমনটা করেছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত। ৩৯ বছর বয়সী পেসারের ১৪৪ গতির ইয়র্কারের কোনো প্রতি উত্তর ছিল না রাসেলের সামনে। এতটাই নিখুঁত ছিল যে চলে যাওয়ার সময় হাতে তালি দিতে বাধ্য হন রাসেলও।

রাসেলকে আউট করে দিল্লিকে একটা বিব্রতকর রেকর্ড থেকেও রক্ষা করেছেন ইশান্ত। তা না হলে সাত দিনের ব্যবধানে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ত কলকাতা নাইট রাইডার্স। ১৯ ওভার শেষে কলকাতার রান ছিল ৫ উইকেটে ২৬৪। শেষ ওভারে ১৪ রান করলেই রেকর্ড হয়ে যেত।

১৯ বলে ৪১ রান করে আউট হওয়া রাসেল সে সময় তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছিলেন। কোনো কিছুই তাঁর পথে বাধা হতে পারছিল না। এমন মুহূর্তেই শেষ ওভারের প্রথম বলেই ইশান্তর সেই দুর্দান্ত ইয়র্কার। পরে আরও একটি উইকেট নিয়ে কলকাতার স্কোর ২৭২-এর বেশি হতে দেননি তিনি। 

কলকাতা যা করেছে, তাতে কী কম হয়েছে? আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে। সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ডটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গত ২৭ মার্চ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ১৬৬ রানে অলআউট, ১০৬ রানের জয় পান রাসেলরা।

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী