হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টেও অধিনায়ক স্মিথ

ইন্দোরে তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বে ভারতকে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাঠে দীর্ঘ ৬ বছর পর অজিরা টেস্টে জয়ের স্বাদ পায় স্মিথের নেতৃত্বে। আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ।

আহমেদাবাদে স্মিথের অধিনায়ক হওয়ার তথ্য আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্সের অনুপস্থিতিতেই অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টে নেতৃত্ব দেবেন স্মিথ। মায়ের অসুস্থতার খবর শুনে দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন কামিন্স। এরপর আর ভারতে ফেরা হয়নি অস্ট্রেলিয়ার এই পেসারের। তৃতীয় টেস্টের মতো চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্বভার স্মিথের কাঁধে।

১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ায় ওয়ানডে দলের অধিনায়ক এখন কামিন্স। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার এই পেসারকে। ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনম ও চেন্নাইতে হবে বাকি দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ঝাই রিচার্ডসন। রিচার্ডসনের পরিবর্তে দলে এসেছেন নাথান এলিস।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না স্মিথ। দুই ম্যাচ খেলেছিলেন কামিন্স। ৩ ম্যাচে ২৪.৩৫ গড়ে করেছেন ৯৭ রান। কোনো ফিফটি করতে পারেননি অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড