হোম > খেলা > ক্রিকেট

বোলিংয়ের সেরা দশে ফিরলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারে মতো ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ হারে র‍্যাঙ্কিংয়ে পয়েন্টও খুইয়েছে বাংলাদেশ। তবে দল পয়েন্ট হারালেও উন্নতি হয়েছে ক্রিকেটারদের।

ব্যাটে-বলে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেটের পারফরম্যান্সে ওয়ানডের বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন তিনি। ৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে তিনি। আর ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। সর্বশেষ সিরিজে ৭৯ রান করেছেন। 

সাকিবের সঙ্গে তাইজুল ইসলাম, লিটন দাস ও তাসকিন আহমেদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল। ৯ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫৬ নম্বরে আছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ২ উইকেট পাওয়ার সাফল্য। আর আফগানদের বিপক্ষে শেষ ২ ম্যাচে অধিনায়কত্ব করা লিটন ৩ ম্যাচে ৯২ রানের সুবাদে র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন। বোলিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেওয়া তাসকিন। 

সাকিব-তাসকিনদের উন্নতি হলেও ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজরা বোলিংয়ে ১ ধাপ করে পিছিয়েছেন। আর ২ ধাপ পিছিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে এক ধাপ পিছিয়েছেন ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। 

তামিম-মোস্তাফিজদের মতো পয়েন্ট হারিয়েছে বাংলাদেশও। যদিও র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারায় ৩ পয়েন্ট হারিয়েছে দল। বর্তমানে ৯৫ পয়েন্ট নিয়ে দলীয় র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা। তাদের বর্তমান পয়েন্ট ৮৮। আর শ্রীলঙ্কার ৮৭।

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের