হোম > খেলা > ক্রিকেট

চন্দরপলের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরের দল দিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল 

কদিন পরই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ সফর সামনে রেখে ১৫ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ১৫ জনের এই দলে আছেন তেজনারায়ণ চন্দরপল। 

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন তেজনারায়ণ। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৫.৩ গড়ে ৪৫৩ রান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। টেস্টের দ্বিতীয় পিতা-পুত্র জুটি হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন শিবনারায়ণ চন্দরপল ও তেজনারায়ণ। 

বাংলাদেশ সফরের দলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডা সিলভা। ওয়েস্ট ইন্ডিজের এই দলে আছেন জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার। রেমন রেইফার, অ্যান্ডারসন ফিলিপ, গুড়াকেশ মোতি, ব্র্যান্ডন কিং, কেভিন সিনক্লেয়ারের মতো ক্রিকেটাররা আছেন এই দলে। রেইফার, ফিলিপ ও মোতি—উইন্ডিজের তিন ক্রিকেটারই গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৬ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এর পরের দুই ম্যাচ শুরু হবে ২৩ ও ৩০ মে। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক কারিয়া, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জেইর ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন