হোম > খেলা > ক্রিকেট

খালি হাতেই দিল্লি ছাড়লেন পন্টিং

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ হলো রিকি পন্টিংয়ের পথচলা। ২০১৮ সাল থেকে সাত মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটির প্রধান কোচ ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। 

পন্টিংয়ের অধীনে দিল্লির বড় অর্জন বলতে সংযুক্ত আরব আমিরাতে ২০২০ আইপিএলে রানার্সআপ হওয়া। ২০২১ সালে লিগ পর্বে সবার চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেও ফাইনালে পোঁছাতে পারেনি তারা। ২০২০,২০২১ ও ২০১৯ সালে প্লে-অফ খেলেছে, এ ছাড়া কোনো টুর্নামেন্টে সেভাবে সুবিধা করতে পারেনি দিল্লি। ২০১৮ সালে পয়েন্ট টেবিলে অষ্টম, ২০২২ সালে পঞ্চম, ২০২৩ সালে নবম এবং ২০২৪ সালে ষষ্ঠ হয়েছিল তারা। 

পন্টিংকে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছে দিল্লি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, ‘প্রিয় রিকি, প্রধান কোচ হিসেবে আপনার যাত্রা শেষ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আপনি আমাদের চারটি বিষয় বলতেন—যত্ন, অঙ্গীকার, মনোভাব এবং চেষ্টা। যে চারটি বিষয়ই আমাদের সাতটি মৌসুমে সব থেকে ভালোভাবে তুলে ধরে।’ 

পন্টিংকে ধন্যবাদ জানিয়ে আরও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায় বলতেন আজ এখানে ছেড়ে দেওয়া যাক, একটি বিয়ার নেওয়া যাক, আগামীকাল কাজ করতে ফিরে যাই, হ্যাঁ?’ 

পন্টিংয়ের উত্তরসূরি অবশ্য এখনো ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে তারা এরই মধ্যে একজন কোচ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পন্টিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে।

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া