হোম > খেলা > ক্রিকেট

‘আমাদের বাঁহাতি স্পিনার না থাকলেও আছে রিশাদ’

ক্রীড়া ডেস্ক    

ট্রফি উন্মোচনে নাজমুল হোসেন শান্ত। ছবি: এসিবি

সাকিব আল হাসান থাকবেন না আফগানিস্তান সিরিজে, এক রকম আগে থেকেই নিশ্চিত ছিল। নির্বাচকেরা তাই বাঁহাতি স্পিনার হিসেবে দলে রেখেছিলেন নাসুম আহমেদকে। ভিসা জটিলতায় আজও আরব আমিরাতে যাওয়া হয়নি তাঁর। বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে কাল। স্পষ্টই, কোনো বাঁহাতি স্পিনার ছাড়াই একাদশ সাজাবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বাঁহাতি স্পিন নিয়ে চিন্তিত নন। নাসুমকে প্রথম ওয়ানডেতে না পেলেও আস্থা রাখছেন লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর।

নাসমু ছাড়াও ভিসা জটিলতায় এখনে আমিরাতে যেতে পারেননি পেসার নাহিদ রানা। এ প্রসঙ্গে শারজায় আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘নাসুম ও রানা চলে আসবে বলে এখনো বিশ্বাস করছি। ক্রিকেট বোর্ড আশা করি ভালোভাবেই এটা দেখছে। এখনো যেহেতু সময় আছে, আশা করি চলে আসবে। তবু আরও একটু আগে চলে এলে ভালো হতো। এটা নিয়ন্ত্রণের বাইরে।’

বাঁহাতি স্পিনারের কাজটা রিশাদ সামলাতে পারবেন বলে বিশ্বাস শান্তর, ‘আমাদের বাঁহাতি স্পিনার না থাকলও রিশাদ আছে। টি-টোয়েন্টিতে রিশাদ যে বোলিং করছে, তাতে ও একটা ভালো অপশন হতে পারে।’ কুড়ি ওভারের ক্রিকেটে বোলিংয়ে ঔজ্জ্বল্য দেখিয়েছেন রিশাদ। ওয়ানডে সংস্করণে বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। ৩ ওয়ানডেতে ৫.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।

শান্তর মতে, নিজেদের নিয়ন্ত্রণে যেটা আছে, সেটাই তাঁরা ভালোভাবে করতে চান। অন্য কিছু নিয়ে ভাবতে চান না তাঁরা, ‘নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড় হিসেবে এসবের চেয়ে যে সামর্থ্য আছে সেটা কীভাবে কাজে লাগাতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড