হোম > খেলা > ক্রিকেট

বুমরার পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন শামি

জসপ্রিত বুমরাকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫  সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। কিন্তু পিঠের চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর পরিবর্তে এবার দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।

আজ প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পরিবর্তে শামির নাম ঘোষণা করেছে নির্বাচক কমিটি। শামি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন এবং ব্রিসবেনের প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত হবেন।

চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। পরে সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে আবারও চোটে পড়েন। এবারের চোট তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে। এতে করে স্ট্যান্ডবাইয়ে থাকা শামির কপাল খুলেছে। বুমরার চোটে পড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল শামির জায়গা হতে পারে বিশ্বকাপে। সেই গুঞ্জন আজ সত্যি প্রমাণিত হয়েছে। বুমরার চোটে এবার সরাসরি মূল দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। ২০২২ আইপিএলে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করতে শামির অবদান ছিল অনবদ্য।

অন্যদিকে ভারতের বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

কোহলির সেঞ্চুরিও পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের