হোম > খেলা > ক্রিকেট

একটা জয়েই ঘুরে দাঁড়াতে পারে দল, বললেন সোহান

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় বাংলাদেশ দল। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। ক্যারিবীয়দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান শোনালেন আশার কথা। জয় দিয়ে ঘুঁরে দাঁড়াতে চান তাঁরা। 

সবমিলিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। সেই দুটিও ওমান ও পাপুয়া নিউগিনির মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে। শুধু ম্যাচ হারা নয় মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না সাকিব-মুশফিকদের। সোহান মনে করেন আবারও দল ঘুরে দাঁড়াবে, ‘অনেক দিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশ দলে খারাপ সময় আসে। কিন্তু এখান থেকে আমরা উতরে ভালো সময়ে আসতে পারি।’ 

ভালো সময়ে ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নাই। সোহানের ভাবনাও তাই, ‘আমার কাছে মনে হয় যে আমরা একটা ম্যাচের জন্য অপেক্ষা করছি। কালকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের। সবাই নিজের শতভাগ দিতে উন্মুখ হয়ে আছে।’ 

প্রতিপক্ষ যে দলই হোক সবারই লক্ষ্য থাকে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচের ফল নিজেদের দিকে আনা। আগের দুই ম্যাচ হারলেও বাংলাদেশ আগামীকালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না। এই প্রসঙ্গে সোহান বললেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কাছে গিয়েও হেরেছি। টুর্নামেন্টে টিকে থাকলে হলে আগামীকালের ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই তাকিয়ে আছি। সত্যি বলতে বাংলাদেশ দলের হয়ে প্রতিটা ম্যাচেই সবাই জেতার জন্য নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আগামীকালের ম্যাচেও আমরা সেটিই করব।’

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’