হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না সোহানও! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটে পড়ে সাকিব আল হাসানের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বেড়ে যাওয়ার খবরই এল এবার—আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত নুরুল হাসান সোহানও। অনুশীলনে তাসকিন আহমেদের বলে পাওয়া চোট থেকে এখনো মুক্তি মেলেনি এই উইকেটকিপার ব্যাটারের। 

এমনিতেই বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাহমুদউল্লাহর দল। এখন সাকিবের সঙ্গে সোহানও খেলতে না পারলে একাদশ সাজাতেই সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। কারণ এই দুজন ছাড়া দলের সঙ্গে আছেন আর ১৩ জন। 

দলীয় সূত্র জানিয়েছে, ইংল্যান্ড ম্যাচের আগে তাসকিন আহমেদের বলে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সোহান। এ সময় গার্ড সরে যাওয়ায় তাসকিনের একটি বল লাগে সোহানের তলপেটে। এ সময় ব্যথায় কাতরাতে কাতরাতে নেটে বসে যেতে দেখা যায় সোহানকে। অবশ্য সেই ব্যথা নিয়ে খেলেন ইংল্যান্ডের বিপক্ষেও। তবে পরে জানা যায় টেস্টিকুলারে পাওয়া চোটটা বাড়তে থাকে, অভ্যন্তরীণ রক্তপাতও হয়। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। চোটে পড়ায় তিন দিনের জন্য বিশ্রাম দেওয়া হয় সোহানকে। 

সোহানের বিশ্রামের সময় আজ শেষ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই উইকেটকিপারকে উইকেটের পেছনে ও সামনে দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ