হোম > খেলা > ক্রিকেট

আফ্রিকায় এবার বাংলাদেশের মেয়েদের আরেক রেকর্ড

বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ। 

দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)। 

তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)। 

জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী