হোম > খেলা > ক্রিকেট

কলকাতা মরগানের ব্যাটের চেয়ে অতিরিক্ততেই রান পাচ্ছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে এবারের আসরের দ্বিতীয় পর্বে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচের ৩ টিতেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ১১ ম্যাচে ৫ জয় নিয়ে বর্তমানে আইপিএলের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে শাহরুখ খানের কলকাতা। 

দল দারুণ করলেও এতে ব্যাট হাতে কোনো ভূমিকা নেই এউইন মরগানের! সর্বশেষ পাঁচ ম্যাচে ৩.৭৫ গড়ে মরগানের রান যে মাত্র–১৫। মরগানের ব্যাটের চেয়েও এই সময়ে অতিরিক্ত কোটায় বেশি রান পেয়েছে কলকাতা। পাঁচ ম্যাচে ৬.৪০ গড়ে কলকাতার হয়ে ‘মিস্টার এক্সট্রার’ অবদান–৩২ রান! 

বাজে পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই মরগানের দিকে আঙুল তুলেছেন কলকাতার সমর্থকেরা। তাঁরা বলছেন, ‘দলে কোনোরকম অবদানই নেই মরগানের। তিনি যেন শুধুমাত্র অধিনায়কত্ব করতে মাঠে নামছেন।’ 

রয়্যাল  চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই এ পর্বে শুরু হয় আইপিএলের যাত্রা শুরু করে কলকাতা । যেখানে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি মরগানের। দ্বিতীয় ম্যাচে  মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানসের। সেই ম্যাচে কলকাতা জয়  পেলেও  মরগান ৮ বলে  করেন  ৭ রান। মরগানের রান খরা অব্যাহত থাকে তৃতীয় ম্যাচেও। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে  এবার ১৪ বল খেলে ৮ রান করে ফেরেন ইংলিশ ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক। মরগানের ব্যর্থতার দিনে হারে কলকাতাও। চতুর্থ ম্যাচে তো আরও ভয়াবহ দশা মর্গানের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবার ২ বল খেলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি ব্যাটার।  সবমিলিয়ে  চার ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে তার  সংগ্রহ ১৫ রান।  

এমন বাজে পারফরম্যানসের পর ক্রিকেটপ্রেমীদের কলকাতা দলে মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা কি অমূলক কিছু? 

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’