হোম > খেলা > ক্রিকেট

৭০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আগেই দর্শক প্রবেশের অনুমতির কথা জানিয়েছিল আইসিসি। এবার শুরু হয়েছে টিকিট বিক্রি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

সংযুক্ত আরব আমিরাতের তিনটি মাঠে মোট আসনসংখ্যার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এখানেই হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলো। তার আগে প্রথম রাউন্ডের ম্যাচ হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। সেখানে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ হবে। বিশ্বকাপের ওয়েবসাইটে ঢুকে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২২৫ টাকা)।। আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ টাকা)। 
 
দর্শক উন্মাদনার কথা মাথায় রেখে টিকিট দিচ্ছে আইসিসি। এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। 

এলারডিস বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আইসিসি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফেরাতে যাচ্ছে। আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’ 

ভারত থেকে সরে বিশ্বকাপ হচ্ছে আমিরাত আর ওমানে। তবুও আয়োজক স্বত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই। বিশ্বকাপের সব বিষয়ে তাই ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জড়িত। দর্শক ফেরায় খুশি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহও, ‘দর্শক ফেরার ব্যাপারে সহযোগিতা করায় আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা তাদের দলকে সমর্থন করতে আসবেন। টিকিট বিক্রি শুরু হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান