হোম > খেলা > ক্রিকেট

অনলাইনে এশিয়া কাপের টিকিট যেখানে কাটবেন

‘হাইব্রিড মডেলে’ এবারের এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কায়। ১৬তম সংস্করণের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ দল ঘোষণারও শেষ দিন। 

সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে। সবার আগে পাকিস্তান ঘোষণা করেছে। একে একে আজকেই জানাবে যাবে টুর্নামেন্টে সুযোগ পাওয়া বাকি দলের স্কোয়াডও। তা জানতে একটু অপেক্ষা করতে হলেও টিকিট বিক্রি অবশ্য আজ শুরু হয়েছে। 

তবে পুরো টুর্নামেন্টের টিকিট বিক্রি অবশ্য শুরু হয়নি। শুধু পাকিস্তানে হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ বছর পর আবারও দেশে এশিয়া কাপ হওয়াকে সামনে রেখে সাশ্রয়ীমূল্যে টিকিটের দাম রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিআইপি এবং প্রিমিয়াম টিকিটের দাম জানা গেছে। 

টিকিটের সর্বোচ্চ দাম হচ্ছে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং সর্বনিম্ন হচ্ছে ১ হাজার ৫০০ রুপি। এ ছাড়া ৮ হাজার ৫০০ রুপি, ৭ হাজার, ৬ হাজার, ৫ হাজার, ৪ হাজার এবং ২ হাজার ৫০০ রুপিতেও টিকিট কিনতে পারবেন দর্শকেরা। টিকিট কাটতে অনলাইনে বুকমি.পিকে (bookme.pk) ওয়েবসাইটে লগইন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

বুকমি.পিকে ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দমতো ম্যাচ ও দামের টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। টিকিট কাটার সময় ব্যক্তিগত তথ্য ও পাসপোর্ট নম্বরের ঘর পূরণ করতে হবে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন প্রথম শ্রেণি এবং সর্বসাধারণের জন্য টিকিট বিক্রি উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক টিকিট বুকিং শুরু হবে এর দুই দিন পরে। পাকিস্তান সুপার ফোরের একটিসহ মোট চার ম্যাচ রয়েছে। নেপালের বিপক্ষে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মুলতানে খেলবে পাকিস্তান। বাকি তিন ম্যাচ হবে লাহোরে। ফাইনালসহ টুর্নামেন্টের বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা