চ্যাম্পিয়ন হতে হলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে জিততে হবে তিন ম্যাচ। তার মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে এরই মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রেখেছে বরিশাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বরিশালে তামিমের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা। অন্যদিকে রংপুরে আছেন সাকিব আল হাসান, জিমি নিশাম, ফজলহক ফারুকির মতো তারকা ক্রিকেটাররা। যার মধ্যে সাকিব-তামিমের পাল্টাপাল্টি উদযাপন (সাকিবের আউটের পর তামিমের ভেংচি) মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। সেই ম্যাচেই সাকিবের প্রথম বলে আউট হয়েছেন তামিম। এছাড়া তামিমের জুজু হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন ফারুকি। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি চারবারের দেখায় প্রত্যেকবারই তামিমকে আউট করেন ফারুকি। সাকিব-ফারুকির সঙ্গে তামিমের ‘মনঃস্তাত্বিক লড়াই’ এর প্রসঙ্গে আজ জিজ্ঞেস করা হয় বরিশাল কোচ মিজানুর রহমান বাবুলকে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বরিশাল কোচ বলেন, ‘এখানে বলে বলে খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বল করছে, সেটা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল, মানে ক্রিকেটাররা যখন ব্যাটিং করে বল দেখে খেলে। চেহারা দেখে ক্রিকেট খেলা হয় না।’
তামিমকে যে চারবার ফারুকি আউট করেছেন, প্রত্যেকটাই ওয়ানডে ম্যাচে। সর্বশেষ এমন ঘটনা (ফারুকির বলে তামিম আউট) গত বছরের ৫ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল যখন তাঁরা (তামিম-ফারুকি) মুখোমুখি হবেন, ম্যাচটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। এবারের বিপিএলে ৪৪৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। বাবুলও যেন সেটাই বোঝাতে চাইলেন, ‘ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন সেই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ, তামিমও ভালো অবস্থানে আছে। বললাম তো, এটা দুই তিন বছর আগের ঘটনা। পুনরাবৃত্তি হওয়ার কোনো কারণ দেখছি না।’