হোম > খেলা > ক্রিকেট

হাসারাঙ্গার ঘূর্ণিজাদুতে বিধ্বস্ত জিম্বাবুয়ের বিব্রতকর রেকর্ড

কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। দুটি ম্যাচেই ফল এসেছে ইনিংসের শেষ ওভারে। যেখানে গত পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের জয়ের ম্যাচে খরুচে বোলিং করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্তভাবে। তার স্পিনবিষে পুরো নীল হয়েছে জিম্বাবুয়ে।   

গত বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন হাসারাঙ্গা। ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট, যা তাঁর ক্যারিয়ারের সেরা  বোলিং। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে জিম্বাবুয়ে ২২.৫ ওভারে অলআউট হয়েছিল ৯৬ রানে। সেই ম্যাচের পারফরম্যান্সটাই যেন একই মাঠে এক সপ্তাহ পর আজ টি-টোয়েন্টিতে করে দেখালেন হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ৮২ রানে।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। গোল্ডেন ডাক মারেন জিম্বাবুয়ের ওপেনার ক্রেগ আরভিন।  ইনিংসের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফ্লিক করতে যান আরভিন। এজ হওয়া বল পয়েন্টে ডান দিকে উড়ে দুর্দান্তভাবে ধরেছেন সাদিরা সামারাবিক্রমা।

প্রথম ওভারে উইকেট হারালেও বেশ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে জিম্বাবুয়ে। ২ ওভারে ১ উইকেটে ২৯ রান করে ফেলে সফরকারীরা। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা দিলশান মাদুশঙ্কাকে শেষ ৪ বলে ৪টি চার মারেন ব্রায়ান বেনেট। অতি আক্রমণাত্মক হতে গিয়েই নিজের উইকেট হারিয়েছেন বেনেট। তৃতীয় ওভারের শেষ বলে বেনেটকে ফিরিয়েছেন ম্যাথুস। বেনেট  তাতে জিম্বাবুয়ের স্কোর হয়েছে ৩ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ১২ বলে ৭ চারে ২৯ রান করেন বেনেট।

প্রথম পাওয়ারপ্লের আগে আরও এক উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মাহিশ তিকশানাকে কাট করতে যান তিনাশে কামুনুকামওয়ে। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস ক্যাচ ধরলেও আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউতে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়ে গেছে বল। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জিম্বাবুয়ের রানরেট ছিল ৯ ছুঁইছুঁই। ৬ ওভারে জিম্বাবুয়ে হয়েছে ৩ উইকেটে ৫২ রান।

৬ ওভারের পর জিম্বাবুয়ের রানরেট ধীরে ধীরে কমেছে। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ৩০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ রান করেন বেনেট। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট হাসারাঙ্গারই। অষ্টম ওভারে নিজের প্রথম ওভারে বোলিং এসে ৬ রান দিয়েছেন। তবে কোনো উইকেট পাননি। এরপর নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ—প্রত্যেক ওভারেই উইকেট পেয়েছেন তিনি। যার মধ্যে দশম ওভারের চতুর্থ বলে হাসারাঙ্গা নিয়েছেন টনি মুনিওঙ্গার উইকেট। ১২তম ওভারে ফিরিয়েছেন লুক জঙ্গুয়েকে। আর ১৪তম ওভারের শেষ দুই বলে হাসারাঙ্গা নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগ্রাভার দুটি উইকেট।    

 

 

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে