হোম > খেলা > ক্রিকেট

এক নতুন মুখ নিয়ে নেপালের এশিয়া কাপের দল ঘোষণা

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। ১৭ জনের দলে নতুন মুখ অফ-স্পিনার মওসুম ঢাকাল। দলে ফিরেছেন ব্যাটার সন্দীপ জোরা। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দলে ছিলেন না তিনি। 

নেতৃত্ব থাকছে রোহিত পোডেলের কাঁধে। এই অলরাউন্ডারের নেতৃত্বে ২৭ ওয়ানডের মধ্যে নেপাল জিতেছে ১৭ ম্যাচ। দলে আছেন অভিজ্ঞ লেগি সন্দীপ লামিচানেও। 

ঢাকালকে এখনো শীর্ষ-পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। সবশেষ তাঁকে দেখা গেছে এসিসি ইমার্জিং কাপে। সংযুক্ত আরব আমিরাত 'এ' দলের বিপক্ষে টুর্নামেন্টের এক মাত্র জয়ের ম্যাচে দুই উইকেট নেন তিনি। জোরাও সেই ম্যাচ খেলেছেন। নেপালের ১৫৮ রানের সফল তাড়ায় তিনি ১৫ বলে করেন ২৪ রান। 

এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল। গত মাসে সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল অবসর নেওয়ার পর এবারই প্রথম ওয়ানডে স্কোয়াড দিল তারা। ৬ দলের এশিয়া কাপে নেপাল পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের দুই প্রতিপক্ষ দুই এশিয়ান জায়ান্ট পাকিস্তান ও নেপাল। 

৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের সহআয়োজক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। 

নেপালের ওয়ানডে স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মল্ল, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ এবং মওসুম ঢাকাল।

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’