পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে মুমিনুল হকের দল। এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। সঙ্গে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। অন্যদিকে পাকিস্তান নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
এর আগে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ হেরেছিল প্রথম টেস্টেও। শেষ টেস্টে তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যেই মাঠে নামবেন সাকিব-মুশফিকেরা।
বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, খালেদ আহমেদ।