হোম > খেলা > ক্রিকেট

এবার আর ভুল করেননি জয়সওয়াল

ক্রীড়া ডেস্ক    

১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জয়সওয়াল। ছবি: এএফপি

টেস্টে আগের চার ইনিংসে দুবার ৮০ পেরিয়ে কাটা পড়েন যশস্বী জয়সওয়াল। ৭০-৮০’ র ঘরে বেশ কিছু ইনিংসে আউট হয়েছেন শুধু অতি আগ্রাসী হয়ে। সেই ইনিংসগুলোয় বলের চেয়ে রানই ছিল তাঁর বেশি। তবে এবার সেই ভুল আর করেননি ভারতীয় ওপেনার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে হেডেংলি টেস্টের প্রথম দিনই অসাধারণ এক সেঞ্চুরি পেয়েছেন এ বাঁহাতি ব্যাটার।

সেঞ্চুরির আগের দুই বলে ব্রাইডন কার্সকে দুটি চার মেরে পৌঁছান ৯৯ রানে। তবে তৃতীয় বলে একদমই ঝুঁকি না নিয়ে সিঙ্গেলের সহায়তায় পঞ্চম টেস্ট শতক তুলে নেন। তাঁর ইনিংসে চড়ে ৫৫ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২৩১ রান তুলেছে ভারত। শুবমান গিল ৬৭ ও ঋষভ পন্ত ৬ রানে ব্যাটিং করছিলেন।

বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াও বেশ শক্তিশালী ভারত। আস্থা রেখেই গতকাল শচীন টেন্ডুলকার ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’

হেডিংলিতে গতকাল টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। কার্স, ক্রিস ওকস, জশ টংকে সঙ্গে নিয়ে স্টোকস পেস বোলিংয়ের তোপেরমুখে ফেলবেন ভারতীয় ব্যাটারদের। সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে শোয়েব বশিরও আছেন।

তবে স্বাগতিকদের পরিকল্পনায় ছেদ ধরালেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। ২৪.৫ ওভারেই দুজনে যোগ করেন ৯১ রান। ৪২ রানে রাহুলকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন কার্স। তিন নম্বরে নেমে সাই সুদর্শনের ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেক হলো। ৪ বলে ০ রানে ফেরেন স্টোকসের শিকার হয়ে। অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরা দেশটির প্রথম ব্যাটার সুদর্শন।

তৃতীয় উইকেটে অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের দারুণ এক জুটি। দলীয় ২২১ রানে স্টোকসের বলে বোল্ড হন জয়সওয়াল। ১৫৯ বলে করেছেন ১০১ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। ইংল্যান্ডের বাজবল টনিক যেন ভারতই ব্যবহার করছে। ওভারপ্রতি রান তুলছে ৪-এর ওপরে।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও